রঙিন আমার দেহখানা
রঙিন আমার ডানা
নীল আকাশে উড়তে যেন
কে করেছে মানা


আলোক রাজে ভাসবো সুখে
জোনাক জলে খেলবো হেসে
হাওয়ায় হাওয়ায় উড়ে যেন
ফুলের সাগর আসব আমি ঘুরে


কাগুজে জীবনের কাগুজে তামাশা
কাগজের মাঝেই খুঁজে ফিরি সব আশা
কাগজ হতে মুক্তি যদি মেলে
পথিক তোমায় চিনিয়ে দিব বাসা