জানালার ভেজা পলক মেঘের আদরে কাঁপছে ,
নোনা মিষ্টি জলে জানালার এপার-ওপার মায়াময় ।
মিঠা জলের আশীর্বাদ কপোলে নোনা আলোয় ঝরছে ,
আকাশে শীতের শাড়ি আর হাতে বিজলি লয়ে ; কে কথা কয়?


বিছানায় আমার অগোছালো স্বপ্নের মত , চাদর ।
হ্যাঙারে ঝুলান ঘেমে থাকা কিছু স্মৃতি ,
আমার মতই মোমটা মাখছে শেষ ঈদের আঁতর ।
ঘুমের তেষ্টা ধোঁয়ায় মিটে , কারোর স্বপ্নে আসার ভীতি ।


ডায়রি চাপায় মরে যাওয়া হাসি গুলো
দুঃস্বপ্নে হানে তীরন্দাজ সেজে ।
একটি ভাজ করা নীল পাঞ্জাবী...
গলায় আটকে থাকা ভালোবাসা প্রতিভাজে ।


আকাশে মেঘের রুদ্রস্নান,
বিভিশিখার রং কবরের মত আমার চিলেকোঠায় ,
বৃষ্টির ফোঁটায় তোমার ওড়নার সুবাস ,
বারান্দায় ঝাপটে আসা কার অভিমান ?
তোমার?


বেলকনিতে শুকিয়ে যাওয়া গোলাপ ,
নেশার সাদা ধোঁয়ায় কালো বেড়ালের প্রলাপ ,
জলে; কাদায়; মেঘে; বুক -বিষের মাতলামি ,
চোখে এক মৃত্যু হাসি নিয়ে ; কে ডাকে?
তুমি ?