এই শুভা,
প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে করে আমি এখন ভীষণ ক্লান্ত।
এভাবে আর বেঁচে থাকতে পারছি না। এবার নাহয় আমাকে মুক্তি দাও!

আমিও অথিতি পাখির মত দু'চোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে চাই।
আমিও সর্বনাশী নদীর মত সবকিছুকে তছনছ করে ভাসিয়ে নিতে চাই
আমিও প্রিয় ঋতু তে জন্মানো প্রিয় ফুলের ঘ্রাণ হতে চাই
আমিও হতে চাই কৃষ্ণের বাঁশির মধুর সুর!
আমিও...আমিও মধ্যরাতে তোমার বুকের ব্যথা হতে চাই।
হতে চাই নি:শ্বাসের জড়তা, হুটহাট হওয়া লো প্রেসার,
সমস্ত দিন মগজে ঘুরপাক খাওয়ার মতন প্রিয় মানুষ!


এই শুভা,
এবার আমায় যেতে দাও!
হতে দাও স্বস্তির সুর, হতে দাও চোখের নূর
হতে দাও প্রিয় মানুষ, হতে দাও হারিয়ে যাওয়া ফানুস!


শুভা,
তুমি তো অর্ধ জীবন আঁকড়ে ধরে রেখেছিলে
এবার নাহয় আমায় মুক্তি দাও!