অনিদ্রা,
আমাদের আগে রই যত দেনা পাওয়া দিয়ে জড় জড়িত হয়ে আছে হৃদয়
এখনো পুরোনো পাপের প্রায়শ্চিত্ত করতে বেঁচে আছি আমরা।
ভুলের ঋণ চুকাতে হচ্ছে দিনের পর দিন...
ঘুমহীন কাটছে রাতের পর রাত, নক্ষত্রের বুকে রেখে হাত;
নতুন দিনের আশায়, কেউ যদি আমাদের বাঁচায়;
এই ভেবে আমরা ঘুমিয়ে যাই।
তারপর
একটা নতুন দিন, নতুন ভোরের জন্ম...
ভোরের আলোয় ঘুম ভেঙ্গে দেখি-


"একটা সাড়ে দুইশত গ্রামের প্রাণ
চোখের সামনে নড়েচড়ে উঠছে
আমি তাকে ছুঁইতে চেয়েও ছুঁইলাম না
এই যে আমার হাত কাঁপছে, লো প্রেসার, বুকে ব্যথা
আমি শুধু হতভাগ হয়ে তাকিয়ে দেখছি
দেখছি তার চলে যাওয়া..."
বোধহয় এভাবেই
মানুষ প্রতিনিয়ত তার প্রিয় প্রাণগুলোকে অসহায়ের মত হারায়।
মানুষ মাত্রই অসহায় প্রাণ,
এই পৃথিবীতে মানুষের চেয়ে অসহায় প্রাণ আর নেই!


অনিদ্রা,
বলতো
আর কত কষ্ট
বুকে নিয়ে
বেঁচে থাকা লাগবে আমাদের?
আর কতদিন
হারানোর বেদনা সহ্যে যেতে হবে?
আর কতবার
ভেঙ্গেচুরে ছাড়খাড় হবে হৃদয়?
চিরতরে মুক্তি পেতে
আর কতখানি নত হতে হবে নিয়তির কাছে?


অনিদ্রা,
আমাকে দু'চোখ দিয়ে দেখার আগেই
সে চলে গেলো রেখে স্মৃতি
তবুও এই জনমে হবে না, হবে না সম্পর্কের ইতি!


( প্রিয় সিংরিড ৮:২৫ - ৮.৪৫) 💔