দূরের আকাশনীড়ে
ভেসে যাবে কি তবে আবার?
আলোর শেখরপানে
ছুটে চলা আমাদেরই সবার।
স্বপ্নের দরজাতে ঐ
কড়া নাড়ছে ভালোবাসা,
এবার হোক না তবে
ফিরে চলা ঐ সীমানা!


যেখানে আমাদের গড়া ইচ্ছের
সমাহার ;


উড়বে ঘুড়ি আলোর পথে,
সকল আঁধারকে হার মানিয়ে;
উড়বে আবার তোমার হাতের
লাটাই সুতোর মুক্ত টানে ।
উড়বে ঘুড়ি নীল জোছনায়,
ভাসবে সুখস্মৃতি মনের কোণে,
উড়বে তোমার খোলা আকাশে
ভাসবে তুমি আমার গানে!


আয়না আমার
তোমাকে দেখায়
অবয়ব নেই কোনো আমার;
ভাবছি বসে
এই নিরালায়
পূর্ণতা আসবে কি এবার?