দেখি সিক্ত মাটিতে,
আগুনবরণ আলো
রয়েছে শুয়ে উলঙ্গ; প্রখর রোদে-
খুঁজে ফেরে কোনো ছাদ !
কিংবা শীতার্ত কুকুরের উষ্ণতা খুঁজে ফেরে প্রতিরাত !  
দংশিত মধ্যবিত্ত
স্বপ্ন বিকিয়ে ক্লান্ত;
বাড়িভাড়া হয়নি জোগাড়,
অসাড় মায়ের রক্তে ক্যান্সার-
সৃষ্টিকর্তার উপহার !
চারিদিকে উৎসব,
কালো কাচের ভেতর থেকে
শীতাতপ নষ্ট হবে বলে; মাথাটুকু-
কোনোমত বের করে
দুটো পয়সা ফিকে মারে
এ শহরের লাশেরা !
সাদা কাফন নষ্ট হবে বলে;
মেলায়না হাত সকলের তরে
এ শহর,
লাশের শহর,
রাজপথ,অফিস আদালত
সব পঁচা লাশের দখলে ।