ঝরে স্বপ্ন কত পথে
রয়ে যায় অবশেষ ;
সুখস্মৃতিভরা সব-
কল্পনারা নিরুদ্দেশ !
স্বত্তা হারিয়ে পথিক ভবঘুরে,
ফেরী করে ফেরে পরাধীনতা।
নির্জীব প্রান্তে নিঃসঙ্গ দিগন্তে
বিষণ্ণতাই অস্তিত্বের স্বাধীনতা।
অবারিত যন্ত্রণায়,
অবহেলিত এ পথচলায়
নেই কোনো আশাজাগানিয়া;
দৃষ্টিভ্রমে দেখা দেয়,
ধূসর মানচিত্রের অবয়বী
অপরূপা এক আলেয়া!
তবু আশা নেই থেমে,
উঠবে মাথা তুলে জেগে-
যত স্বপ্ন ছিলো গড়া-
পাবে সব পূর্ণতা।
মুখের একপ্রান্তে হাসি
লুকিয়েছে যন্ত্রণা,
সব নিয়ে বেঁচে থাকা
মিথ্যে সান্ত্বনা!
অদেখা সব স্বপ্নের ভিড়ে
এইতো বাঁচা বেশ,
চোখে স্বপ্ন, হাতে মৃত্যু
মধ্যবিত্ত ছদ্মবেশ !