কষ্ট করতে, কে ভালোবাসে?
কে ভালোবাসে দুঃখ?
মাদকতায়ও সুখ আছে
কালো টাকা, সে তো সুখের বৃক্ষ


অশ্লীলতায় যদি সুখ না থাকত
সুখ না থাকত গীবতে
সারাজীবন কীভাবে কাটিয়ে দেয়
অনেকেই এসবের পিছুতে


বেইমানি করে সুখ পায় কেউ
সুখ পায় হত‍্যায়, ধর্ষণে
অন‍্যায় অত‍্যাচারে, সুখ পায় কত
ভাসে সুখে গোপনে


আত্মকেন্দ্রিকতায় মহাসুখ
সবাই যাক্ মরে
সাম্প্রদায়িকতা, উসকানিতেও সুখ আছে
কে বাঁচে কার তরে


এমন কত বিকৃত সুখে
ডুবে আছে জীবনভর
মৃত্যুর পর তাদের, কুলাঙ্গার বলে
বলে, মীরজাফর।