🖇 দুঃস্বপ্নরা স্বপ্ন দেখায় 🖇


স্বপ্ন দেখায়
শুধু আমিতে ডুবে থাকি সারাক্ষণ
যা শুধু আমাকে আনন্দ দেয়
খুশিতে ভরে রাখে আমার দেহ মন
শুধু তারই করি আয়োজন


ডুবে থাকি স্বার্থে
সকাল দুপুর রাত্রে
কথা দিয়েও অজুহাতে ফিরিয়ে নেব সব
যদি দেখি সামান‍্য আঁচড়ও লাগে আমার গাত্রে


বিত্তবান, ক্ষমতাশালীদের সাথে শুধু রাখব সম্পর্ক
তারাই প্রভু
ভুল হয় যদি কভু
পায়ে ধরে থাকব পড়ে
ক্ষমা চাওয়ার ছলে
তোষামোদের মালা পড়াব গলে
আর যখনই পাব সুযোগ
পেছনে ছুরিকাঘাতে
করব তাদের সবকিছু ভোগ


গরীব অসহায় দুর্বলকে সারাক্ষণ
করব, অপমান আর নির্যাতন
কেড়ে নেব সব
পরে, চোর ডাকাত চরিত্রহীন বলে
ঘাড়ে ধাক্কা দিয়ে, পাঠিয়ে দেবো জেলে


অবৈধ অর্জনের সামান্য অংশ দেবো অনুদান
আমার নামে সামাজিক, ধর্মীয় স্থাপনায় বাড়াবো সম্মান


মিথ্যা মিথ্যা চোগলখোরি
অমুকের সমালোচনা তমুককে গালি
একজনের তালে আরেকজনকে বেতাল
করে রাখব চিরকাল


দিনমজুর চাষা সাধারণ মানুষের সাথে
করব, এমন অভিনয়
যেন তারাই সব
তারাই প্রকৃত মানুষ
তারাই সোনার খনি
অভিনয় বুঝেও অগত‍্যা করতালি ও ফুল দিয়ে
করবে, আমারই মিথ্যা জয়ধ্বনি


শত চেষ্টায়, জীবন দিয়ে অর্জিত
অন‍্যের মান সম্মান গৌরব
কৌশলে ছিনিয়ে নেব
যেন আমিই করেছি
আমিই এনেছি
আমার নামে চালিয়ে দেবো সব


আমি আমি, আমার আমার
আমার সুখ-স্বার্থ, আমার পরিবার
মরল কে আর বাঁচল কে বা
আমার তাতে কী
আমার আছে আমি খাব
পান্তা ভাতেও ঘি


দুঃস্বপ্নরা স্বপ্ন দেখায়
শুধু স্বপ্নই দেখায়।