যেখানেই ফুটে সেখানেই সুন্দর
বর্ণ পায়
সৌরভ ছড়ায়

অন‍্যের সৌন্দর্যে নিজেকে বিলাতে
বরণে যায়
বিদায়ে যায়
আরো কত কারণে যায়

কেউ পূজায়
কেউবা খোঁপায়
বিশেষ কারো হাতে দিয়ে বলে
ভালোবাসি তোমায়

সব ফুলেরই আছে যে বাহার
কুলষতা ঢাকতে
নিজেকে ফুটাতে
ফুলকে তাই করে ব‍্যবহার

ফুল ছিঁড়ে
মাড়িয়ে পায়
কত জীবন সুন্দর করতে
কত জীবন হারিয়ে যায়

তবুও ফুল ফুটে
কারো ঠোঁটে
কারো কল্পনায়
কত হাসির রঙে রাঙায়

খারাপ মানুষ থাকবেই
ফুলও ফুটবেই।