এত আকুতি কেন
শব্দে শব্দে পর্বে পর্বে ছন্দে ছন্দে শব্দালঙ্কারে অর্থালঙ্কারে
কেন এত আবেদন
এত নিবেদন
শুধুই কি তোমার প্রয়োজন


নিজেকে এত অপমান কেন
এতটাই দুর্বল
এতটাই অক্ষম
এত হাহাকার
হা-হুতাশ


কিছুই কি অর্জন করার ক্ষমতা নেই
তোমাকে কেন ভালোবাসতেই হবে
তোমাকে কেন শান্তি পেতেই হবে
বিরহ কি শুধু তোমার একার


শতাব্দী ধরে করুণা ভিক্ষা চাওয়া
যতটুকু যোগ্য ততটুকুই গ্রহণ করো
এটা পৃথিবী
কল্পিত কল্পনা এখানে পাবে না


হজম করতে শিখো
বেদনা আর্তনাদ অবহেলা
মানুষের কাছে প্রকৃতির কাছে
কেন এত চাওয়া


চেয়ে চেয়ে কে পেয়েছে কবে কিছু
মানুষের কাছে চাওয়া নয় আর
প্রকৃতির কাছে চাওয়া নয় আর
নিজের কাছে চাও
পৃথিবীতে নিজেই নিজেকে কিছু দিতে পারে


ভিক্ষা চাওয়া আর নয়
করুণা আর নয়
অন‍্য সবাই যদি শান্তি না চায়
তুমি একা কেন
সবার চাওয়া পূর্ণ হোক
এত স্বার্থপর কেন
নিজের সাথে সাথে
কবিকুল আর কত অপমান সহ‍্য করবে?