অন‍্যের নাটাই অন‍্যের ঘুড়ি
খুশিতে খুশিতে উড়াতে উড়াতে
ছোঁয়াতে চায় চাঁদের বুড়ি


যতই উপরে ততই ছন্দ
কাটাকাটির খেলায় আরো আনন্দ


কেটে গেলো সুতা
হারিয়ে যায় ঘুড়ি
ফেলে দিয়ে নাটাই
চলে যায় বাড়ি


নাটাই তুলে হাতে
কাঁদে সকাল রাতে
মনে পড়ে ঘুড়ি মনে পড়ে সুতা
মনে পড়ে স্বার্থপর বন্ধুর কথা।