তোমার পক্ষে অমানুষ হওয়া সম্ভব নয়
এই কথা বলে অমানুষেরা
স্বাচ্ছন্দে অন‍্যায় কাজ করে বিভিন্ন বাড়তি সুবিধা নেয়
আর আমাকে দিয়ে অল্প সুবিধার ন‍্যায় কাজ করায়।


ওরা বলে, যার ভেতরে অমনুষ‍্যত্ব নেই
সে নাকি চাইলেও তা হতে পারবে না।


কিন্তু আধুনিক জীবনের প্রয়োজনে
মাঝে মাঝে আমারও ছোটো ছোটো কিছু
নিয়মের বাইরে কাজ করতে ইচ্ছে হয়।
আমিও সত‍্যিই করতে চাই।


তখন তারা চিলের মতো ছোঁ মেরে
আমার এতটুকু বাড়তি সুবিধার সুযোগটি কেড়ে নেয়।


অমানুষেরা আমাকে অমানুষ হতে দেয় না।
আমি মনের বিরুদ্ধে ভালো মানুষ থেকে যাই।
আর ভালো মানুষদের কষ্ট ভোগ করতে থাকি।