মেনে নিও না
মানিয়ে নাও
অপেক্ষা করো
অপেক্ষা করো
অপেক্ষা করো

সহ‍্য হচ্ছে না
ধৈর্য ধরো
অপেক্ষা করো
অপেক্ষা করো
অপেক্ষা করো

আর পারছ না
না পেরে পেরে
অপেক্ষা করো
অপেক্ষা করো
অপেক্ষা করো

সব ভেঙে গেছে
ভেঙে পড়ো না
অপেক্ষা করো
অপেক্ষা করো
অপেক্ষা করো

অপেক্ষায় অপেক্ষায়
গোধূলি নামলেও
অপেক্ষা করো
অপেক্ষা করো
অপেক্ষা করো

প্রস্তুত হও
প্রস্তুত হও
প্রস্তুত হও

প্রস্তুতি নিতে নিতে
অপেক্ষা করো ততদিন
যতদিন তোমার সময় না আসে
যতদিন তোমার সক্ষমতা না হয়

অপেক্ষা ছাড়া আর করবেই বা কী

অপেক্ষা না করে
প্রস্তুত না হয়ে
অনুপযুক্ত সময়ে

প্রস্তাব করা
প্রতিযোগিতায় যাওয়া
প্রতিশোধ নেওয়া

আত্মসমর্পণের শামিল।