একাধিকবার জন্মালেই কি শুধু পুনর্জন্ম হয়?

অকালে কারো বাবা মারা গেলে তার পুনর্জন্ম হয়।

অকালে কারো মা মারা গেলে তার পুনর্জন্ম হয়।

অকালে কারো স্বামী-স্ত্রী-সন্তান মারা গেলে তার পুনর্জন্ম হয়।

কেউ দেশ ত‍্যাগ করলে তার পুনর্জন্ম হয়।

মেয়েদের বিয়ে হলে তাদের পুনর্জন্ম হয়।

কেউ মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেলে তার পুনর্জন্ম হয়।

অত‍্যাধিক ভালোবাসার মানুষটি হারালেও পুনর্জন্ম হয়।

এভাবে এক জীবনেই যে কতবার পুনর্জন্ম  হতে পারে।

অন‍্যদের কাছে স্বাভাবিক মনে হলেও
যার সাথে ঘটে
তার কাছে পুনর্জন্মই বটে।