অপরাধ না করলেও এই পৃথিবী তোমাকে শাস্তি দিবেই।


কখনও প্রকৃতি
কখনও নিয়তি


কখনও ভুলে
কখনও ছলে


কখনও রোগে
কখনও শোকে


ক্ষমতাবান হলে
অসহায় থাকলে


ফর্সা হলে
কালো হলে


নিখুঁত হলে
নির্ভুল হলে


হিন্দু হলে
মুসলমান হলে
বৌদ্ধ হলে
খ্রিষ্টান হলে


কখনও কারো ব‍্যর্থতার প্রতিশোধ নিতে
কখনও কারো বিকৃত মনের সাধ মেটাতে


কারো উপকার করতে ব‍্যর্থ হলে
অন‍্য কেউ চুরি করে তোমাকে চোর বানালে


প্রেমের প্রস্তাবে রাজি হলে
প্রেমের প্রস্তাব প্রত‍্যাখান করলে


বেশি সফল হলে
বেশি পিছিয়ে পড়লে


খারাপ কাজের সাথে না থাকলে
খারাপ কাজের প্রতিবাদ করলে


কখনও শাস্তির কারণ জানতে চাইলে আরও বেশি শাস্তি দিবে।


কখনও অন‍্যকে শাস্তি দিতে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে।


আরও অজ্ঞাত শত কারণে
বিনা অপরাধে তোমাকে শাস্তি পেতে হবে।


পৃথিবীর নিষ্ঠুরতায় হতভম্ব হয়ে
মাঝে মাঝে তুমি নিজেই নিজেকে শাস্তি দিবে।