হঠাৎ করে হারিয়ে গেলে
লুটাবে জানি ভূতলে
আকাশ ভাঙ্গা বৃষ্টির মতো অশ্রু ঝরাবে
জীবনে ধু ধু অন্ধকার নামবে।

ঝড় ঝাপটা কত কিছু
আছড়ে পড়বে তোমাদের পিছু
যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হবে
আমায় বেশি মনে পড়বে।

দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে
বলবে বাবা তুমি থাকতে
বুঝিনি তো কিছুই,
এত কষ্ট যদি জানো
পৃথিবীতে আনলে কেন?
এনে, চলে গেলে অকালে।

শোনো বাবা বলি তবে
কেউ জানে না কখন মরণ হবে
অকালমৃত্যু যদি জানতাম
তোমাদেরকে নাহি চা্ইতাম
জীবনচক্রের এই খেলায়
তোমাদের মতো আমিও ভেলায়
ভাসতে ভাসতে এলাম গেলাম

ক্ষমা করো, ক্ষমা চাইলাম।