ছিলে না যখন বুঝিনি তখন
কিভাবে মাতিয়ে রাখ
আমাদেরকে এই ধামে
এমন মোহাচ্ছন্ন নিঃস্বার্থ প্রেমে।


কী জাদুতে কী মধুতে
থাক সবসময় এত খুশিতে
তোমাদের সুখে আমরা হাসিমুখে
কত যন্ত্রণা সয়ে যাই এই বুকে।


ভাবনাহীন ক্লান্তিহীন
কত খেলায় মাতো সারাদিন
এভাবেই কাটুক তোমাদের জীবন
প্রার্থনায় রাখি আমরা সারাক্ষণ।


বড়ো হয়ে বুঝবে যেদিন
ক্ষমা করে দিও সেদিন
পারিনি দিতে এই পৃথিবীতে
তোমাদের মতন শৈশবের জীবন।