গাঁজার গন্ধে মজার নেশায়
ঘুরছে মাথা জুড়ে
ধোঁয়াখানি উজার করে
বইছে জোরে জোরে


নেশার ঘোরে আশার বানী
বলছে কবি শুয়ে
শোকের মাঝে সুখের মেলা
তাইতো লিখছে সে


সিদ্ধিকে সে ভাবছে বাসর
কইছে সুখের কথা
সময় হলে বুজবে সে
নরক বাসের জ্বালা


শক্তির জোরে কবি কয়
লুটবে নারীর ছায়া
দেখা করবে জলসা ঘরে
হইবে না তার সাজা