এই জিজ্ঞাসার শেষ কোথায়?
কে দেবে উত্তর বলতে পারো??


মুখে ভালোবাসি দেশটা,
মানব কল্যাণই পরম ধর্ম,
অথচ বিশ্বময় যখন করোনা'র প্রকোপে শঙ্কিত-
নিস্তব্ধতার অদৃশ্য চাদরে মোড়ানো ভয়ার্ত মানবাত্মা,
তখনও একদল সার্থান্বেষী পাষণ্ড মহল গণ মানুষের
বেঁচে থাকা নিয়েও ঘৃণ্য ব্যবসার লোভাতুর দৃষ্টি
নিক্ষেপণে আরও মর্মান্তিক,আরও বেদনাহত
করে তুলেছিল ধরণিকে!


লাশ নিয়ে ব্যাবসা,কাফন,দাফনকাজ,সকল-
ক্ষেত্রেই ধান্ধাবাজদের বাজার রমরমা। কিট,
ঔষধ,পথ্য সকলই ওভার রেট,প্যারাসিটামল,
এন্টিবায়োটিক,শ্বাসকষ্টের ঔষধাদি সে'তো
সাপ্লাই নাই বলেই মরার উপর খড়গ খাড়া,
যেন হঠাৎ পাওয়া কোন এক সোনার পাখি
উড়ে এসে হাতে বসে,দেখার বলার কেউ নেই।


ঘরবন্দী মানুষজন ,খাবারের স্বল্পতা,কর্মক্ষেত্র বন্ধ
লাখো শ্রমজীবি মানুষ শূন্য হাতে প্রাণটা নিয়ে ঘরে
ফেরা,এখানেও আবার হানা দেয় নব্য হায়নার দল,
টাকা ঢালো বাড়ি থাকো নইলে কোয়ারেন্টাইন!
কী ভীতি কী ভীতি!


আফসোস!
হবে না কি তার কোন প্রতিকার?
মানুষের অসহায়ত্বতা নিয়েও এই ঘৃণ্য ব্যবসার!
কে দেবে উত্তর আমায় বলতে পারো?
এ জিজ্ঞাসার শেষ কোথায়?


<><><><><><><><><><><><><>


১৫-০৫-২০২০ খ্রীষ্টাব্দ
রোজঃ-শুক্রবার
নিজগৃহ।