বনের বাঘ আর খায় না মানুষ
মানুষ মানুষ খায়,
মানুষ রূপি অমানুষ আজ
বাঘকেও হার মানায়।


হৃদয় সদা হয়'রে পাষাণ
বিচার বুদ্ধি নাই,
গায়ের জোরে সব করতল
আশার পিঠা ছাই।


দুর্নীতি আর জুলুমবাজির
চলায় মহা ধুম,
পাপির প্রধান খোশমেজাজে
দিচ্ছে আয়েশ ঘুম।


নাই'রে তাদের জমের ভীতি
খাচ্ছে লুটের ধন,
পরকাল তার নেই ভাবনায়
ক্ষতিই যাহার পণ।