কোন অতিথি কে গো তুমি
এলে আমার এ ভাঙ্গা ঘরে,
ঐ আকাশ পারে নিত্য বসি
তৃষিত নয়নে ডাকছো মোরে।।


দূর গগনের ঐ দরদালানে
আসা যাওয়া সকাল সাঁঝে
হুর পরীদের রাণী সে যে
কেন এলে এই ধুলার মাঝে।।
আপন নয়নের বুঝিনা ছল
দ্যাখছি কী তারে ঘুমের ঘোরে…


কোন অতিথি কে গো তুমি
এলে আমার এ ভাঙ্গা ঘরে……


ওগো উদাস করা পরান প্রিয়া
শোন ঐ ডাকছে পাখি হলুদিয়া,
তোরই লাগি এ হদয় মরমিয়া
যাসনে যেন তুই আর ফিরিয়া।।
চক্ষু মেলে সদা পাই যেন তাই
প্রাণো মাঝে মোর বাজবে সানাই


দ্যাখবে যবে প্রিয়া দুচোখ ভরে
ঢেউ জেগেছে আজ প্রেম সাগরে…


কোন অতিথি কে গো তুমি
এলে আমার এ ভাঙ্গা ঘরে,
ঐ আকাশ পারে নিত্য বসি
তৃষিত নয়নে ডাকছো মোরে।