ধরণিতে সর্বদাই করে যে অহম,
উদ্ভট চলন তার রয় অবিচল;
মিছে গরবের তরে বিলাসী সকল;
উদ্ধত হৃদয় তার পাষাণ চরম।
উঁচু নিচু ব্যবধান অসমান সদা,
আমিত্ববোধ অহমে দূর্ভেদ্য মনন;
পদ মর্যাদায় সদা রয় অচেতন;
দাম্ভিক হৃদয় তার কর্কশ বসুধা।
নির্বোধ ভাবে সম্মান বাড়ায় কৌলিন্য,
অন্য কারো দ্বারা পায় কেউ কী সম্মান?
পাছে লোকে করে তাকে বড় অসম্মান;
কর্ম গুণে হবে বড় না হলে সামান্য।
অসময়ে আশাহীন ভাবনা চেতন
হারায়ে হুঁশ সকলি কাঁদে অনুক্ষণ।