যদি কোন এক অশুভ লগ্নে
লোক ভিড়ে দেখা হয় দুজনায়,
সেদিন হয়ত স্থান  কাল ভেদে
দোলাচল রবে চেনা অচেনায়।
সবাই আমায় জানিবে নূতন
সংশয় রবে শুধু তোমার মনে,
তবুও তুমি পারবেনা বলতে
ওকে আমি জানি, আমি চিনি-
সে-তো আমারই হৃদ স্পন্দন।
তাকেই আমি নিয়েছি মনে-
মেনে নিতে পারিনি লোক ভয়ে।
সেইদিন যদি আসে ফিরে আর-
হউকনা একশত কোটি বছরপর,
তখনও আমি আগেরই মতন-
বলবো তোমায় করিয়া যতন
আজো আমি তোমারই আছি।