তোমার রয়েছে কর্ম পথ
রয়েছে অফুরন্ত ভবিষ্যৎ,
আত্মীয় পরিজন আর কত-
বন্ধু বান্ধব সহস্র কোটি জন।
তাদেরই মাঝে হয়তো পাবে
তোমার মনের দেবতার খোঁজ,
তাকে যেন তুমি 'জান' বলনা
ডাকিও তারে প্রাণের হাবিব।
পুঁজিও তারে সারা জনম ধরে
বসিয়ে দেবতার আসন করে।
যেথায় আমি থাকিনা কেন
সদা জানিও তুমি নিশ্চয়ই,
আজো তোমারই সুখের লাগি
চোখের  জলে গড়ে যাই নদী।
সর্বদাই তুমি হও চির সুখী
সাথে লয়ে নূতনও সাথী।
তখনো তোমায় বলবো সদাই
আজো আমি তোমারই আছি।