জীবন যদি হয় দিতে বিসর্জন
ভালোবাসার লাগি,বুকের তাজা-
রক্ত দিয়ে লিখে যাব তোমার নাম।
সব কিছু ফেলে যদি'গো কভু
তোমার আগেই ডাক আসে ওপারের-
নিভে যায় যদি ক্ষীণ প্রাণ প্রদীপ
সেই দিনও প্রিয়া কেঁদোনা যেন,
ওপারে অহর্নিশ থাকবো তোমার-
অপেক্ষা করে অন্তহীন, যুগ-যুগান্তর।
তারাদের মেলায় খুঁজবো তোমায়
পবনের কাছ হতে রাখবো খবর
তোমার সময় হলো কি আসার।
তখনও আমি আগেরই মতন
বলবো তোমায় সোহাগ ভরিয়া
আজো আমি তোমারই আছি।


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼