সুখের-ও  লাগি ধরেছো তরী
চাও  দিতে সুখ সাগর পাড়ি,
তোল পাল ধরো হাল শক্ত হাতে
কোন ভাবে আর ছেড়োনা তারে।
যদি 'গো কোন দিন আসে প্লাবন
ভাসিয়ে নিতে চায় দূর অজানায়,
হারায় কূল যদি অকূল দরিয়ায়
সেদিন-ও যেন মনে রেখো বন্ধু-
কাণ্ডারি হয়ে বলবো তোমায়
আজো আমি তোমারই আছি।