এসেছো যবে অভিমান ভুলে
সোহাগ যত দিয়েছো ঢেলে,
চুম্বন এঁকে দিয়েছো ওষ্ঠে
যাবেনা'গো এ সুখ শত কষ্টে।
তুমি হীনা পাষাণের  বসবাস
কষ্ট নামক পাহাড়ের চূড়ায়-
সেইখানে কর্ণ রেখো পাতি,
শুনতে পাবে কে যেন কারে
চিৎকার করে ডাকিয়া কয়-
আজো আমি তোমারই আছি।