যদি কোন এক মাঝ রাতে
ঘুম ভেঙে যায় অকারণে,
খোলা বাতায়ন পাশে এসো
দৃষ্টি রেখো চোখ যায় যদ্দুর-
দেখতে পাবে আলো আঁধারির
খেলায়,কে যেন কারে খুঁজে-
মরে,হতাশা আর না পাওয়ার
নিভু নিভু বাতি জ্বালিয়ে।
তুমি কি তারে চিনতে পেরেছো?
দূর হতে যদি নাই চিনতে পার
শুনিও তার বক্ষ ফাঁটা হাহাকার
সে রাত জাগা সাথী হারা পাখির-
মতো, সাথীরে ডাকিয়া কয়
আজো আমি তোমারই আছি।