কোন এক না পোহানো রাতে
কাতর ঘুমের গভীর ঘোরে,
স্বপনে যদি'গো উঠে ভাসি
আমার এ ব্যথা ভরা মুখ-
তখনও যেন রেখোনা মনে
দিয়েছো একদা মোর গলে-
পরে,চির দুঃখের কণ্টকহার।
আমার কথা ভেবে প্রিয়া
ঘুমের মাঝ পথেও কভু যেন-
ফেলনা'ক এক ফোঁটা জল,
ভরোনা জলে আঁখি টলমল।
সকল যাতনা যে সইতে পারি
আজিকের এই  নিথর আমি,
শুধু সইতে পারবোনা কভু-
আমার প্রিয়ার চোখের জল।
শত ব্যথা লুকাই হিয়া তলে,
তখনও তোমায় বলবো সদাই
আজো আমি তোমারই আছি।