অব্যক্ত অক্ষরগুলো বন্দী বুকের পাঁজরে
হলো না লিখা আজো বেদনার কাব্য
কিছুতেই দায়ী করতে পারিনি তোমাকে


এই যে তোমার লুকিয়ে থাকা
নিখুঁত কৌশলের জালে আমাকে আটকে রাখা
প্রিয় অবয়ব আলো-আঁধারির মতো অস্পষ্ট
ভাবনাগুলোও আজ বড্ড অগোছালো


তোমার দেয়া প্রতিটি ক্ষণ
ঐ টুকুন'ই আজ হৃদয়ের খুব আপন
ঝিলের জলে সাঁতরে লাল পদ্ম তোলা হয়না আর
গোলাপ কাঁটার আঁচড়টাও মিলিয়ে আসছে প্রায়
প্রতিশ্রুত স্বপ্নগুলো নিরুদ্দেশে ছুটে লাগামহীন


মাঝে মধ্যে খুব ইচ্ছে করে
বাঁধার দেয়াল ডিঙিয়ে মুখোমুখি দাঁড়াতে
বুকের ভেতর ছটফটিয়ে উঠে বেদনার অক্ষর
নিঃসীম যাতনা হদয়ের অতলান্তে অনুক্ষণ
তবু্ও কোন সে মায়ার টানে পারিনি আজো
আজো পারিনি লিখে যেতে বেদনার কাব্য কথন