বারেক তাকিয়ে যেও অতীতের তীরে,
কিছু কি রয়ে'ই গেলো মনের-ই ভুলে;
পিছুটান যেনো আর জড়িয়ে না ধরে,
নিয়ে যেও স্মৃতি সব যেওনা'ক ফেলে;


দুদণ্ড দাঁড়িয়ে থাকা নেই প্রয়োজন,
বাড়িওনা মায়া আর চোখে রেখে চোখ;
বিষাদী প্রাণে কী আর উঠে গুঞ্জরণ,
তৃষিত কামনা সদা জুড়ে থাকে বুক;


নেই অনুযোগ আর নেই প্রতিবাদ,
সম্মুখে তোমার খোলা ভুবন দুয়ার;
যেতে পার যেথা খুশী দেবনা'ক বাঁধ,
নীলাম্বরের সীমানা সকলি তোমার;


যদি বা আসে ফাগুন এ বনে আবার
একাকী রইবো তবু জীবনে আমার।