চৈত্রীর দাহে শুষ্ক নদী খাল বিলে পানি কই
এত খরা ধরার বুকে চক্ষে আমার খরা কই।।


চোখ জ্বলে রোদের তাপে অন্তর জ্বলে তার তিয়াসে
সুদূর প্রিয়া আসবে ফিরে আজো থাকি তারই আশে।
আশার বাসা রয় শূন্য পড়ে মনের মানুষ এলো কই…


এত খরা ধরার বুকে চক্ষে আমার খরা কই….


ছিলো কথা এই বোশেখে গাঁথবো মালা হিজল ফুলে
কত বৈশাখ হলো গত সেই কথাটি তুমি রইলে ভুলে।।
কথার কথায় সবই বদলায় আমার বদল হলো কই…

এত খরা ধরার বুকে চক্ষে আমার খরা কই….
চৈত্রীর দাহে শুষ্ক নদী খাল বিলে পানি কই
এত খরা ধরার বুকে চক্ষে আমার খরা কই।