কী করে বললে তোমায় ভুলে আছি
ভুল হলো কার কাকে সাজালে দোষী।।


নিজের দোষের বোঝা অন্যকে সহজেই দেয়া যায়
এমনি ভাবে কেউ কী কখনো সাধু রয়ে যায়।


মিথ্যে অহংকার হতে বেরিয়ে এসে
ভেবে দেখতো একটিবার তুমি।।
আসলে কে অপরাধী আর কে আসল দোষী……?


ভুল হলো কার কাকে সাজালে দোষী……


ভালো করে দেখতো তোমার মনের ডায়রিটা খুলে
ফাঁকি দিয়েছি তোমায় কোথাও এমন কী কিছু পেলে।


আপন স্বার্থে ভাবলে যখন আমায় পথের কাঁটা
ভুলে থাকা নয়'গো প্রিয়া তাই এই দূরে দূরে থাকা।।
এ যদি হয়ে থাকে ভুল তবে আমিই হলাম দোষী…


ভুল হলো কার কাকে সাজালে দোষী…
কী করে বললে তোমায় ভুলে আছি-
ভুল হলো কার কাকে সাজালে দোষী।