আমি কার কাছে করিবো নালিশ
যে আমারে সদা করেছে আঘাত
বিরহের তীব্রতায় হৃদ ক্ষতবিক্ষত
সে'তো আর কেউ নয়'রে নিঠুর
সে যে আমারই প্রাণের প্রিয়া


আমি কার কাছে করিবো নালিশ
আমার প্রাণের প্রিয়া বক্ষ মাঝে
করিলো আঘাত বিষাক্ত ছোরায়
হৃদয়ের খুন যায় ঝরে অবিরত
দুর্বিষহ যাতনায় কাতর আমি
দেহ তরঙ্গে বয় নীলের জোয়ার
তবুও সে-তো আমারই প্রিয়া


আমি কার কাছে করিবো নালিশ
হয়তো আর আসবোনা ফিরে
কোলাহল করিতে এই আঙিনায়
চলেই যাবো দূরের কোন গাঁয়
আমার অবর্তমানে তোমরা কেউ
দিওনা'ক দোষ আমার প্রিয়ারে
কেন করিবে আর মিছে বিচার
নালিশ'তো করিনি দুয়ারে কাহার
শোন আবার যদি আসি ফিরে
সে আমার প্রিয়ার'ই তরে…