ভাই আমার চাচায়'তো মইরাই গেলো
ভাবলাম রোগীরা সব অইব এলোমেলো,
দিনডা আমার কেমনে যে যাইবোরে বাই
গুম নাই দুইচক্কে কি খাই আর কী না খাই।

প্যারাসিটামল আর কিছু বড়িবাড়া চিনি
ঠান্ডা কফ কাশের কিছু জড়িবুটিও জানি,
পেশার মাফুনের যন্তডা বড্ড জালায় বেশি
বুক দেহার আংটা দরিডা লাগে গলাত ফাঁসি।

রোগী আইলে পাও দুইড্ডা কী কাইপ্পাই উডে
বুলবাল ওসুদ দিলে কুলাইবোনা আর পিডে,
মুশকিলে আছিরে বাই মাইনষে যে ছাড়েইনা
আমি যে কামলা আছিলাম বুজাইতাম ফারিনা।

মানুষ আয়ে আমি কি আর অত কিছু বুজি
যার যা লাগে'রে ভাই নিজেরাই নেয় খুঁজি,
মাঝেমইধ্যে আমিও যে বাই ওসুদ দিয়ে থাকি
বালা করন মালিক আল্লাহ টাকা কমই রাখি।

রোগী কেমনে অয় বালা জানিনা তার কিছু
পতে গাডে যেনুই যাই ডাক্তর কইয়া লয় পিছু,
মাইনসের জালায় বুজি পাগলা অয়া গেলাম
ভাবি এলহাই,আমি কিবায় ডাক্তর অইলাম।