অনন্তকাল ধরে প্রতীক্ষা করে বসে আছি
একটি নির্মল সকাল দ্যাখবো বলে
ভোরের স্নিগ্ধ আলোয় দূর্বাঘাসে রূপালি ঝিলিক
চৈত্রীর খরা শেষে বৃষ্টিস্নাত ধরণী
খাঁ খাঁ রোদ্দুরের চোখ রাঙানোর হবে ছুটি


প্রতীক্ষা করে বসে আছি
প্রিয় ব্রহ্মপুত্র নদের বুকে নির্বিঘ্নে শুশুকের লীলা
লহরির ভাঁজে ভাঁজে স্বপ্নদের গা এলানো
নিঃশব্দে নীরবে বয়ে চলা সাদা পাল তোলা নৌকো
পরম আনন্দে মাঝির কণ্ঠে নূতনের গান-
জাগরণী গান শোনার প্রতীক্ষায় আজো বুক বাঁধি


দ্যাখবো বলে প্রতীক্ষা করে বসে আছি
সাজানো গোছানো নির্মোহ একটি সুন্দর ভবিষ্যৎ
অফিস আদালত কোথাও হবেনা অনিয়ম
কর্মচারী কর্মকর্তারা ঘুষের টাকা কে মানবে হারাম
ব্যাহত হবে না আর গণমানুষের ন্যায্য দাবী
যেখানে সাধরণের রক্তে রঞ্জিত হবেনা আর রাজপথ


প্রতীক্ষা করে বসে আছি
কোন ক্ষুধার্ত শিশু ময়লার স্তূপে চোখ রাখবেনা
বয়োবৃদ্ধ লাইনে দাঁড়িয়ে কোঁকড়াবে না
টিসিবির কার্ডের জন্য আসহায় ঘুরবে না কারো দ্বারে
চাইনা তোমার স্বাধীন দেশের মন্ত্রীত্বের ভার
প্রতীক্ষা অনন্তকালের নাগরিক অধিকার প্রতিষ্ঠার