গা'য়ের ময়লা যায়'রে ধুলে
অন্তর ময়লা করবি কী?।।
আয়েশ করে খাবি কতো পান্তা ভাতে ঘি।।


আভিজাত্যের রঙের বাহার
কবে স্থায়ী হইলো কাহার।।
দ্যাখনা চেয়ে ওরে অবুঝ আসলে তোর আছে কী…?


আয়েশ করে খাবি কতো পান্তা ভাতে ঘি…


রূপ যৌবনের মৌবনে তোর
হয় কী নিত্য নতুন ভোর।।
কিসের এত অহম করিস ভেবে একবার দ্যাখবি কী…


আয়েশ করে খাবি কতো পান্তা ভাতে ঘি…


গা'য়ের ময়লা যায়'রে ধুলে
অন্তর ময়লা করবি কী?।।
আয়েশ করে খাবি কতো পান্তা ভাতে ঘি।।