এখনো মানুষের হৃদয় থেকে যায়নি মুছে প্রভুর ভীতি
ছোট বড় সকলেই করে সালাম বিনিময় কত সম্প্রীতি,
উদারতা এখনো জ্যান্ত কিছু মানুষের মায়াময় অন্তরে
পাষণ্ডতা প্রবেশ করতে পারেনি সভ্য মানুষের অন্দরে।


অন্যের দুখে ব্যথিত হয় কেঁদে উঠে এখনো কত প্রাণ
নিভৃতে আসি মমতায় ডাকি সোহাগ ঢালে অফুরান,
ব্যথিতের জলসিক্ত আঁখি মুছায়ে চুমু দেয় তার ভালে
দুখের দাহ নেভাতে সুখের হাওয়া তুলে হদয়ের পালে।


প্রভুর হুকুম মেনে এখনও কিছু মানুষ সঠিক পথে চলে
মানবিকতার বিশুদ্ধ ভাবনা পুষে হৃদয়ের পলে পলে,
অনাহারে অর্ধাহারে কাটছে যাদের দিন মাস বছর
তাদের মুখেও তৃপ্তির হাসি সৌজন্যতা বিলায় পরষ্পর।


দুঃখ সুখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে
ব্যথিত প্রাণ সর্বদা উচ্ছ্বসিত রয় প্রভুর নামটিই স্মরে,
বিনা প্রশ্নে আল্লাহর বিধান শিরোধার্য মানে যেই প্রাণ
আখেরে সফলকাম তিনিই,হৃদয়ে প্রশান্তি অফুরান।