বড় মায়া লাগে আজ!
অসহায়ের মতো পড়ে আছে
তলানিতে হাঁটু জল,নেই উচ্ছলতা
যেনো আশির বয়োবৃদ্ধের বয়সের ভারে ন্যুব্জ হয়ে
জীবনটাকে কোনরকম টানতে টানতে বয়ে চলা!


হিল্লোলে আর দোলায়িত হয়না প্রাণ
নেই বক্ষে তার উর্মিমালার কলতান
অবৈধ বালু উত্তোলন,অসাধুচক্রের দখলে প্রাণের
উচ্ছাস,গাঙচিলের আনাগোনাও বন্ধ প্রায়, সেলু-
মেশিনের বিদঘুটে বিকট কর্কশ শব্দের হুংকারে!


তাকালেই গা শিউরে উঠে
যেন রুগ্ণ দেহ শুকিয়ে কঙ্কাল"আমার প্রিয় ব্রহ্মপুত্র"
নিথর দেহে কিঞ্চিত প্রাণবায়ুর আনাগোনা কষ্টসাধ্যে
জলশূন্য আঁখির বেঁচে থাকার কী তীব্র আকুতি,প্রাণ
তখনও অধীর আরও কিছু প্রিয় মুখ দ্যাখে যাওয়ার
অনন্ত জিজ্ঞাসা নেই কী কোন ওষুধ একটু আশার?


<><><><><><><><><><><><><>
১৪-০১-২০২৩ খ্রীষ্টাব্দ
রোজঃ- শনিবার
নারায়ন খোলা,নকলা,শেরপুর।