প্রাণের প্রিয় নইলে কী আর
দেয়'রে আঘাত এমন ধারা,
যার বিষাদে মন ঘরের বার
সেই যে সদাই বাঁধনহারা।


মিষ্টি হেসে ডাকলে তারে
ক্রূর নয়ানে তাকায় তেড়ে,
হৃদয় মাঝে ধড়াস ধপাস
নিলো আঁখির ঘুমটি কেড়ে।


রোজ সকালে পথের ধারে
দাঁড়াই তারে দেখার আশে,
ইশারাতে ডাকলে তারে
দূর হতে সে মুচকি হাসে।


মনের কথা কইতে গেলে
মুখটি ঢেকে যায়'গো সরে,
তার বিষাদে অন্তর পুড়ে
বুঝাই তারে কেমন করে।