আমি বহুবার ভুলতে চেয়েছি তারে
পারিনি পারিনি আমি পারিনি তাই-
ব্যর্থতার অপবাদ দিতে পারো মোরে।।


কত আঘাত আর কত যে অপবাদে
ভরিয়েছো এই মন কতইনা বিষাদে।।
তবুও কেন বারেবার অবুঝ এই হৃদয়
শুধু যে তোমাকেই খোঁজে মরে… তাই-


ব্যর্থতার অপবাদ দিতে পারো মোরে…


জানি'গো জানি এ জনমে পাবোনা আর
একটুখানিও সময় মুখোমুখি বসিবার।।


আশার বুক ভেঙেছো কত যে নিরাশায়
কত স্বপ্ন ভাঙলো উদ্দাম ঝড়ের হাওয়ায়।।
তবুও উচাটন প্রাণের নির্মল আকুলতায়
তোমার ছবিই খুব করে মনে পড়ে … তাই-


ব্যর্থতার অপবাদ দিতে পারো মোরে
আমি বহুবার ভুলতে চেয়েছি তারে
পারিনি পারিনি আমি পারিনি তাই-
ব্যর্থতার অপবাদ দিতে পারো মোরে।