ফাগুন সমীর জ্বাললো আগুন
উঠলো প্রাণে গুঞ্জরণ,
বাঙালীর আজ নেই দ্বিধা ভয়
শিখছে তারা সন্তরণ।


মায়ের ভাষা প্রাণের ভাষা
নেয়'রে কেড়ে সাধ্য কার,
লক্ষ কোটি সন্তান যে তার
কিসে ভীতি বাংলা মা'র।


কোমল প্রাণের দীপ্তি শিখায়
উঠলো ফোটে রাঙ্গা ভোর,
নাই'রে মা তোর নাই কোন ভয়
খোল'রে এবার খোল মা দোর।


নিখিল অখিল দ্যাখলো চেয়ে
বীর বাঙালির মরণ পণ,
মায়ের ভাষার মান বাঁচাতে
প্রাণটাই দিলো বিসর্জন।  


তোর সন্তানে বীরের মরণ
করছে বরণ চেয়ে দ্যাখ,
পাক সেনানীর পাপের আখ্যান
বাঙালির খুনে আলেখ।


অভিযাত্রিক-২০২৪