দাঁড়িয়ে রই বঁধু বিরহ তীরে
তোমার ফিরে আাশার আশে,
আজো সেই গান বাজে আমার প্রাণে-
কণ্ঠ তোমার আজো ভাসে পূবালী বাতাসে
যে গান লিখেছিলে প্রথম ক্ষণে
যে সুর বেঁধে ছিলে হৃদয় তানে।।
তোমার সে দান আমার প্রেমের সম্মান-
ধন্য হয়েছিনু তোমার মায়াময় পরশে।
কণ্ঠ তোমার আজো ভাসে পূবালী বাতাসে....
সেই তুমি হায় হারালে কোন অজানায়
জানতেও দিলেনা আমায় কোনদিন,
হয়তো এ মন পাবেনা খোঁজে আর-
হারিয়ে যাওয়া মিষ্টি মধুর সোনালি দিন।।
তবুও প্রিয় জানিও তোমার ছন্দ দোলা-
ভেসে বেড়ায় সদা আমার হৃদয় আকাশে।
কণ্ঠ তোমার আজো ভাসে পূবালী বাতাসে....
দাঁড়িয়ে রই বঁধু বিরহ তীরে
তোমার ফিরে আাশার আশে,
আজো সেই গান বাজে আমার প্রাণে-
কণ্ঠ তোমার আজো ভাসে পূবালী বাতাসে।