কাঁদে বিহগ
কাঁদে বিহগ বিহগীর লাগি,
হারায়ে সাথীরে যেন চির-বিবাগী।
হিয়া ভরা ব্যথা তার কণ্ঠে অভিযোগ,
কি ছিল অপরাধ কেন দিলে দুখ?
মায়ায় জড়িয়ে ভাঙিলে পরান কোন প্রাণে,
তৃষিত চাতকের মিটে কি তিয়াসা মেঘ বিনে?
হারায়ে মণি কাঁদে  সম্বলহীনা সর্প,
অবশিষ্ট আজ আর নেই তার দর্প।
ভিখারির বেশে ঘোরে তারই পাশে
যদি সে মণি পায় ফিরে সেই আশে।