কে জানে হায়!
কোন পাষাণে বুকের মানিক বুক ছেড়ে চলে যায়
কত ক্রন্দন, কত আলিঙ্গন সব কিছু পিছে ফেলে-
পাষাণে গড়েছে হিয়া তার ক্ষণিকের মায়াজালে।
যে হাতে মুছিত সে আমার চোখের  জল,
অন্যরে শঁপিল সে আমার প্রিয় সেই করকমল।
নবীন প্রিয়ারে আবেশে জড়ায়ে আমার আঁখির আগে
কত মাখামাখি কত চোখাচোখি কতইনা আবেগে।
ভাবিলাম তায় এ বুকে হায় কত বেদন জাগে,
ফুটিতে চাহিয়া ফুল ঝরে পরে কোন অনুরাগে।
সকলের কানন হাসিয়া ভরিয়া উঠে ফুল শোভায়,
আমার কাননে ফুল ফুটিবার আগেই বসন্ত চলে যায়।