গভীর নিশীথ
গভীর নিশীথ ঘনকৃষ্ণ আঁধার বিনিদ্র আঁখি
সাথী হারারে ডাকিয়া মরে সাথী হারা পাখি
তাহার আত্মচিৎকারে গুমরিয়া উঠে আপনার মনে
আমি একা সেও একা ইচ্ছেহয় ডাকি তারে কই কথা
আামার ব্যথা সে বুঝেনা, আমি বুঝিনা তার
যেন দুইজনা দুই কূলে শুধুই হাহাকার।
দূর আকাশে তাকাই ভাবি বাতায়ন খোলে
কার বিরহে কাটাই রাতি দুই নয়নের জলে।
কত স্মৃতি ছিল বুকে,কাঁদিয়া ফিরে অতি শোকে।
রয়ে যায় স্মৃতি মনে দিন চলে যায়
আকুল হৃদয় মর্মরিত কত বেদনায়।