সবাই আমরা ছিলাম বোকা
পেতাম শুধুই ধোঁকা,
শূণ্য হাতে প্রিয় মা জননীও
ডাকতো আয়রে খোকা।

চার আনার লজেন্স দিবে কিনে
মিথ্যে ছলনায় ডেকে,
কত যে খাটিয়েছে কাকা ফুপুরা
ভুলতে পারি কী তাকে?

আকাশে নেই চাঁদের বালাই,ডাকে-
মিছেই চাঁদ মামাকে,
মিথ্যে আশায় মন ভুলায় বোনটি
বাঁশ বাগানের ফাঁকে।

আমরা এমনি ভাবেই একটা সময়
খেতাম শুধুই ধোঁকা,
নির্ভেজাল শিশু কালই ছিল ভাল
যখন ছিলাম বোকা।