এক বুক স্বপ্ন নিয়ে জেগে ওঠা ভূখণ্ড
রুধির ধারায় বিধৌত বারবার
আধমরার মুখেও বজ্রনির্ঘোষ নির্ভয়
রুখে দাঁড়ায় মুক্তিকামী লক্ষ লক্ষ নিরস্ত্র জনতা


কতো তাজা প্রাণ হলো অবসান
আজো কাঁদে অসহায় বৃদ্ধা মাতা কাঁদে বঙ্গ জননী
সেই যে গেলো একটি পতাকার লাগি
ফিরলে না আর নয়নমণি
প্রতীক্ষিত মাতা আজো দিন শুনে
আসবে খোকা বিজয় কেতন উড়ায়ে
চাঁদপনা মুখের মিষ্টি হাসি আজো দুখিনীর চোখে ভাসে


এক এক করে আসলো ফিরে
পাড়ার বৃদ্ধ কিংবা কৈশোরের হুল্লোড়
পতপত করে উড়ছে মুক্ত হাওয়ায় কাঙ্ক্ষিত পতাকা
মুক্তির আনন্দেও জল শুকায় না চোখের
আজও কাঁদে মাতা সন্তান পথ চেয়ে


বঙ্গ জননীর চোখে জল
বৈষম্য এলো হীনমন্যতাও পৌঁছেছে সকল দুয়ার
পেষণ নীতিও এলো ফিরে নির্দয় বিভীষিকায়
বিজাতীর উৎপীড়নের আদি কৌশল নতুন করে এলো ফিরে
শুধু ফিরে এলো না রাজ পথের স্বাধীনতা
শুধু এলো না ফিরে মানবতা