যার কাছে তোমার অভিমান মূল্যহীন,
জেনো সে তোমায় ভালোবাসেনি কোনদিন।
তোমার বিদ্রোহে চিত্ত যাহার হয়না ব্যাকুল,
বাসলে তারে ভালো দিতে হয় মাশুল।
করলে সন্দেহ যে খোঁজেনা তার কারণ,
বৃথাই তারি লাগি করো অস্রু বিসর্জন।
শুনতে চায়না যে তোমার হৃদয়ের রোদন,
কেন তবে তারি লাগি ভাসাও দু-নয়ন।
না জেনে না বুঝে কারে দিয়েছো মন
প্রেমে তার ছল, করোনা বৃথা আস্ফালন।